মহিউদ্দিন চৌধুরীকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হচ্ছে
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ এবিএম মহিউদ্দিন চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হচ্ছে। বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। আজ মঙ্গলবার রাত বা আগামীকাল বুধবার তাকে সিঙ্গাপুরে নেয়া হবে।
দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনির জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছেন মহিউদ্দিন চৌধুরী। গত শনিবার রাত ১১টার দিকে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন তিনি। রাতেই তাকে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বিকেলে তাকে হেলিকপ্টারে করে ঢাকার স্কয়ার হাসপাতালে আনা হয়।
এবিএম মহিউদ্দিন চৌধুরীর শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী পরিষদের বিভিন্ন সদস্য, এমপি, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এ ছাড়া মহিউদ্দিন চৌধুরীর রোগমুক্তি কামনায় চট্টগ্রামে তার বাসভবন ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও মোনাজাত করা হয়েছে।
এআরএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারে মনোনীত তুলিকে অভিনন্দন ফখরুলের
- ২ খালেদা জিয়া গণমানুষের অধিকার আদায়ের নেত্রী: মেয়র শাহাদাত
- ৩ খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে মির্জা ফখরুল
- ৪ শেখ হাসিনার দেশে ফেরা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না: আখতার
- ৫ নির্বাচন বিলম্বিত না করার লক্ষ্যেই বিএনপি প্রার্থীরা মাঠে রয়েছেন