ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

সিনিয়র নেতারা তৃণমূলের পাশে দাঁড়ান : খালেদা

প্রকাশিত: ০৭:২৩ পিএম, ০৬ জুলাই ২০১৫

দলের সিনিয়র নেতাদেরকে তৃণমূল নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

সোমবার রাত সাড়ে ১১টায় খালেদা জিয়ার বরাত দিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের এ কথা জানান। এর আগে ৯টা ২০ মিনিটে সিনিয়র নেতাদেরকে নিয়ে বৈঠকে বসেন খালেদা জিয়া।



নজরুল ইসলাম খান বলেন, পবিত্র রমজান ও আসন্ন ঈদের সময় কেন্দ্রীয় নেতাদের তৃণমূল নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

তিনি বলেন, দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে চেয়ারপার্সন এই নির্দেশনা দিয়েছেন।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্রিগেডিয়ার জে. (অব.) আ স ম হান্নান শাহ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, সারোয়ারী রহমান, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট আহম্মেদ আজম, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, আবদুল্লাহ আল নোমান, কামাল ইবনে ইউসুফ, সেলিমা রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

এমএম/এসআরজে