রাজধানীর সাত স্থানে লিফলেট বিতরণ করবে বিএনপি
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে রাজধানীর সাত স্থানে লিফলেট বিতরণ করবে বিএনপি। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ (বৃহস্পতিবার) রাজধানীসহ সারাদেশে এ কর্মসূচি পালন করবে দলটি।
দলীয় সূত্রে জানা গেছে, কর্মসূচি সফল করতে রাজধানীর ৭ স্থানে বিভিন্ন নেতাদেরকে লিফলেট বিতরণের দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রাজধানীর পুরানা পল্টন ও জাতীয় প্রেস ক্লাব এলাকায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন।
মতিঝিল এলাকায় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান ও নিউ মার্কেট এলাকায় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী লিফলেট বিতরণ করবেন। খিলগাঁও, কল্যাণপুর এলাকায় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস লিফলেট বিতরণ করবেন।
এছাড়া ভাইস চেয়ারম্যানদের মধ্যে ডা. এ জেড এম জাহিদ হোসেন মৌচাক, বরকত উল্লাহর উল্লাহ বুলু জুরাইন রেল গেইট এবং আহমদ আজম খান ধোলাইখাল এলাকায় লিফলেট বিতরণ করবেন।
এমএম/আরএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ খালেদা জিয়াকে দেখতে আবারও এভারকেয়ারে ডা. জুবাইদা
- ২ চিকিৎসকরা ‘সেফ টু ফ্লাই’ সার্টিফাই করলেই লন্ডন নেওয়া হবে খালেদাকে
- ৩ খালেদা জিয়ার মেডিকেল বোর্ড জানালেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স
- ৪ জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত
- ৫ বিকেলে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে ব্রিফ করবেন ডা. জাহিদ