ফখরুলকে টেলিফোনে কাদেরের সমবেদনা
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মায়ের মৃত্যুতে সমবেদনা জানাতে টেলিফোন করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৪০ মিনিটে মির্জা ফখরুলকে টেলিফোন করেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
মির্জা ফখরুলকে টেলিফোনে ওবায়দুল কাদের বলেন, মায়ের মৃত্যুর বেদনা আমি বুঝি। কিছু দিন আগে আমারও মাতৃবিয়োগ ঘটেছে। আপনি অতিদ্রুত এই শোক কাটিয়ে ওঠেন এটাই প্রত্যাশা। আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাকে সমবেদনা জানাই।
এ সময় মায়ের দাফন কোথায় হবে জানতে চান ওবায়দুল কাদের। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ঠাকুরগাঁও পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এইউএ/জেএইচ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ চিকিৎসকরা ‘সেফ টু ফ্লাই’ সার্টিফাই করলেই লন্ডন নেওয়া হবে খালেদাকে
- ২ খালেদা জিয়ার মেডিকেল বোর্ড জানালেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স
- ৩ জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত
- ৪ বিকেলে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে ব্রিফ করবেন ডা. জাহিদ
- ৫ যে কোনো মুহূর্তে দেশে ফিরবেন তারেক রহমান: আমীর খসরু