ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের কমিটি ঘোষণায় একাংশের সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৮:০২ এএম, ২৮ জুলাই ২০১৫

সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রলীগের অনুমোদিত ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের কমিটির ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা ছাত্রলীগের একাংশ। মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, কেন্দ্রীয় কমিটি অর্থের লোভে গঠনতন্ত্র বহির্ভূত ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দিয়েছে। ওই কমিটির সভাপতি মাহাবুব হোসেন রনি বিবাহিত ও ঢাকায় অধ্যয়নরত ও সাধারণ সম্পাদক সানোয়ার আহম্মেদ পুলক ঢাকায় অধ্যয়নরত। তাদের কখনো ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সঙ্গে কোনো কার্যক্রমের সংস্পৃক্ততা ছিল না।

এ সময় বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা মারুফ হোসেন, দেবাশীষ দত্ত সমির, আব্দুর রশিদ, পবিত্র মন্ডল, আসাদুজ্জামান পুলক, ফয়সাল আহম্মদ পলাশ প্রমুখ।

সভা শেষে সাবেক ছাত্রনেতা ও বর্তমান ছাত্রলীগ কর্মীদের উপস্থিতি জিএম সিরাজী মিজানকে সভাপতি ও সৌরভ দাসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২০ সদস্য বিশিষ্ট ১ বছর মেয়াদী ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।

পরে নব-নির্বাচিত কমিটি নিয়ে শহরে একটি আনন্দ র‌্যালি বের করা হয়।  র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

রবিউল এহসান রিপন/এসএস/পিআর