হবিগঞ্জে লতিফ সিদ্দিকীকের বিরুদ্ধে মামলা
হজ ও তাবলিগ নিয়ে বিরূপ মন্তব্য করায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আমলী আদালতে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দণ্ডবিধির ২৯৫ (ক) ধারায় মামলাটি দায়ের করেছেন মাধবপুর উপজেলার পাটুলী গ্রামের পাটুলি আদর্শ যুব সংঘের সভাপতি নুরুল আমিন ভূইয়া (২৫)।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ সিদ্দিকীর আদালত নুরুল আমিনের দায়ের করা মামলাটির শুনানি শেষে আগামী ১৯ নভেম্বর লতিফ সিদ্দিকীকে স্বশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন।
মামলার বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন ফারুকুর রহমান।
সর্বশেষ - রাজনীতি
- ১ খালেদা জিয়ার মেধাভিত্তিক নীতি আজকের প্রতিষ্ঠিত ক্যাডারের ভিত্তি
- ২ ধানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়ার প্রতি শোক জানাতে হবে
- ৩ খালেদা জিয়ার নীতিতেই অর্থনীতি ও সামাজিক উন্নয়নের ভিত্তি গড়ে ওঠে
- ৪ খালেদা জিয়া চাইতেন যেন দেশকে ভালোবেসে চ্যালেঞ্জ মোকাবিলা করি
- ৫ মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার বাতিল ইতিহাস মুছে দেওয়ার চক্রান্ত