আ.লীগে যোগ দেয়ায় আয়েশাকে বহিষ্কার
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নারী কাউন্সিলর নির্বাচিত হয়ে আওয়ামী লীগে যোগদানের পর আয়েশা তৌহিদ নামে একজনকে বহিষ্কার করেছে বিএনপি।
শুক্রবার আয়েশা আওয়ামী লীগে যোগ দেন। এর আগে বরিশাল মহানগর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক পদে ছিলেন তিনি।
শনিবার রাতে এ তথ্য বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। জানানো হয়, আয়েশা তৌহিদকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগে দলীয় গঠনতন্ত্র মোতাবেক দলীয় নেতাকর্মীদের এখন থেকে আয়েশা তৌহিদের সঙ্গে কোনো যোগাযোগ না রাখতে অনুরোধ করা হলো।
কেএইচ/এমআরএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ যে কোনো মুহূর্তে দেশে ফিরবেন তারেক রহমান: আমীর খসরু
- ২ ঢাকা-৯ আসনে বিএনপি প্রার্থী হাবিবের ফ্রি মেডিকেল ক্যাম্প
- ৩ ২১ ঘণ্টায় জোড়া লাগলো তাসফিনের হাত, চিকিৎসকদের প্রশংসায় রিজভী
- ৪ খালেদা জিয়ার অসুস্থতার মধ্যে নির্বাচনি প্রস্তুতি কেমন বিএনপির?
- ৫ গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার ত্যাগ আমাদের অনুপ্রেরণা: দীপ্তি