খালেদার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল
কারাবন্দি বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার সকালে এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রাজধানীর শঙ্কর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ধানমন্ডি ২৭ নম্বরে গিয়ে মিছিলটি শেষ হয়। এ সময় বিএনপি, ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবকদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল থেকে নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এর আগে গুলশান, নয়াপল্টন, কাকরাইল এবং রাজধানীর কল্যাণপুরেও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
কেএইচ/আরএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ যে কোনো মুহূর্তে দেশে ফিরবেন তারেক রহমান: আমীর খসরু
- ২ ঢাকা-৯ আসনে বিএনপি প্রার্থী হাবিবের ফ্রি মেডিকেল ক্যাম্প
- ৩ ২১ ঘণ্টায় জোড়া লাগলো তাসফিনের হাত, চিকিৎসকদের প্রশংসায় রিজভী
- ৪ খালেদা জিয়ার অসুস্থতার মধ্যে নির্বাচনি প্রস্তুতি কেমন বিএনপির?
- ৫ গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার ত্যাগ আমাদের অনুপ্রেরণা: দীপ্তি