হাবীব-উন-নবী খান সোহেল গ্রেফতার
বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর বিএনপির (দক্ষিণ) সভাপতি হাবীব-উন-নবী খান সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় তাকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তাকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ডিএমপি গ্রেফতার করেছে।’
এদিকে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দীন দিদার জানিয়েছেন, ‘বিএনপি নেতা সোহেলকে গ্রেফতার করে গুলশান থানায় রাখা হয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা সম্পর্কে কিছুই জানায়নি পুলিশ।’
উল্লেখ্য, সোহেলের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে অর্ধশতাধিক মামলা রয়েছে। এজন্য দীর্ঘদিন আত্মগোপনেও ছিলেন তিনি। তাকে ধরতে তার শান্তিনগরের বাড়িতে একাধিকবার তল্লাশি চালিয়েও ব্যর্থ হয়েছে পুলিশ।
গত ১ সেপ্টেম্বর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভায় প্রকাশ্যে দেখা গিয়েছিল সোহেলকে। বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর ওই জনসভায় বক্তব্যও দিয়েছিলেন তিনি।
এআর/এসএইচএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ মানিকগঞ্জের আতা ও ঝিনাইদহের ফিরোজ বিএনপি থেকে বহিষ্কার
- ২ দোয়ার মঞ্চে আলেমকে সম্মান জানাতে চেয়ার এগিয়ে দিলেন তারেক রহমান
- ৩ ৫ বছরে ১ কোটি তরুণকে প্রশিক্ষণসহ যেসব পরিকল্পনা নিলো জামায়াত
- ৪ জোটের ২৩ ও উন্মুক্ত ৬ আসনে নির্বাচন করবে বাংলাদেশ খেলাফত মজলিস
- ৫ তোরা যা খুশি তাই ক, আমি কোনো কথা কমু না: মির্জা আব্বাস