উদ্ধার হলো বিএনপির ফেসবুক পেজ
হ্যাকারদের কবল থেকে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজ উদ্ধার হয়েছে। শনিবার দুপুরে দলটির সহ-দফতর সম্পাদক মুনির হোসেন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, হ্যাক হওয়া বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজটি ‘www.facebook.com/bnpbd.org’ গতকাল (২৮ ডিসেম্বর) রাত ১০টায় হ্যাকারদের কবল থেকে উদ্ধার করা হয়েছে।
হ্যাক হওয়ার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ বিভিন্ন নেতৃবৃন্দের নামে যেসব বিভ্রান্তিমূলক পোস্ট দেয়া হয়েছিল তা এখন মুছে ফেলা হয়েছে।

এখন দলের অফিসিয়াল প্রেস রিলিজসহ প্রয়োজনীয় অন্যান্য পোস্ট দেয়া হচ্ছে এ পেজে।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর দিবাগত রাত অর্থাৎ ২৭ ডিসেম্বর রাত ৩টার পরে একটি বিশেষ মহল কর্তৃক বিএনপি’র ফেসবুক ভেরিফাইড পেজটি হ্যাক করা হয়েছিল।
কেএইচ/জেডএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জনমত গঠনে সারাদেশে প্রচারণা চালাবে ৮ দল
- ২ রাজনীতিতে নানা জোট-মহাজোট হচ্ছে, আমরা স্বাগত জানাই: রেজাউল করীম
- ৩ চট্টগ্রাম নগর জামায়াতের সঙ্গে মার্কিন দূতাবাসের কাউন্সেলরের বৈঠক
- ৪ বিশেষ একজন ছাড়া সবাই খারাপ, এই ধারণার পরিবর্তন জরুরি: তারেক রহমান
- ৫ আমার প্রথম প্রতীক ছিল ‘সাইকেল’: ফেসবুকে স্মৃতিচারণ মির্জা ফখরুলের