লতিফ খানের কবর জিয়ারত করলেন নূর-ই-আলম চৌধুরী
জাতীয় সংসদের সাবেক হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন মাদারীপুরে শিবচরের খানকান্দি গ্রামে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত ডা. আ. লতিফ খানের (টিপু) কবর জিয়ারত করেছেন। সোমবার সকালে তিনি কবর জিয়ারত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম তালুকদার, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুনির চৌধুরী, শিবচর পৌরসভার মেয়র আলহাজ্ব আবদুল লতিফ মোল্লা, শিবচর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. সামসুদ্দিন খান, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান আহমেদ, শিবচর উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম দেলোয়ার হোসেন,শিবচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম প্রমুখ।
একেএম নাসিরুল হক/এসএস/আরআইপি