সাকার ছেলে কারাগারে
যুদ্ধাপরাধ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে হত্যা চেষ্টা মামলায় রাজধানীর ধানমণ্ডি থেকে তাকে গ্রেফতারের করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জাগো নিউজকে জানান, ২০০৮ সালে রাজধানীর গুলশানে মারামারির অভিযোগে হুম্মাম কাদের চৌধুরীর বিরুদ্ধে একটি হত্যা চেষ্টা মামলা করা হয়। সম্প্রতি ওই মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সে কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের পর হুম্মামের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী ফায়েকুজ্জামান ফিরোজ। তবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হুম্মামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এআর/এএইচ/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ ‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারে মনোনীত তুলিকে অভিনন্দন ফখরুলের
- ২ খালেদা জিয়া গণমানুষের অধিকার আদায়ের নেত্রী: মেয়র শাহাদাত
- ৩ খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে মির্জা ফখরুল
- ৪ শেখ হাসিনার দেশে ফেরা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না: আখতার
- ৫ নির্বাচন বিলম্বিত না করার লক্ষ্যেই বিএনপি প্রার্থীরা মাঠে রয়েছেন