ড্যাবের নতুন কমিটির সভাপতি হারুন মহাসচিব সালাম
বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. হারুন অর রশীদ। মহাসচিব পদে বিজয়ী হয়েছেন অধ্যাপক ডা. আব্দুস সালাম।
হারুন অর রশীদ ও আব্দুস সালাম পরিষদের বিজয়ী অন্যরা হলেন- কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সভাপতি ডা. সেলিম, যুগ্ম সম্পাদক ডা. মেহেদী হাসান।
ড্যাবের এই নির্বাচনে ডা. হারুন অর রশীদ ও ডা. আব্দুস সালাম পরিষদের সকলেই নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (২৪ মে) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ড্যাবের মোট ২৬৪ জন কাউন্সিলরের মধ্যে শেষ পর্যন্ত ভোট পড়েছে ২৪৮টি। কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নির্বাচনে মোট ভোটার (কাউন্সিলর) ২৬৪ জন। এর মধ্যে কেন্দ্রীয় কাউন্সিলর ১৩১ জন এবং অবশিষ্ট কাউন্সিলর জেলা ও অন্যান্য সাংগঠনিক জেলা থেকে।
কেএইচ/এসআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ চিকিৎসকরা ‘সেফ টু ফ্লাই’ সার্টিফাই করলেই লন্ডন নেওয়া হবে খালেদাকে
- ২ খালেদা জিয়ার মেডিকেল বোর্ড জানালেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স
- ৩ জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত
- ৪ বিকেলে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে ব্রিফ করবেন ডা. জাহিদ
- ৫ যে কোনো মুহূর্তে দেশে ফিরবেন তারেক রহমান: আমীর খসরু