চট্টগ্রামে জামায়াতের ১২ নেতাকর্মী রিমান্ডে
চট্টগ্রামে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১২ নেতাকর্মীর একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (০৮ সেপ্টেম্বর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালত এ আদেশ দেন।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দীন আহমেদ।
তিনি জানান, একটি বৈঠক থেকে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ও অস্ত্র আইনে দায়ের করা দুটি মামলায় রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষ আদালত সবার ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে, গত ২৯ আগস্ট রাতে পাঁচলাইশ থানাধীন সুবর্ণা আবাসিক এলাকায় একটি ফ্ল্যাট থেকে চট্টগ্রাম নগর জামায়াতের আমির মুহাম্মদ শাহজাহানসহ ১২ জনকে আটক করে পাঁচলাইশ থানা পুলিশ।
এমআরএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ বিজয়ের অঙ্গীকার হোক বিভাজন ও হিংসা ভুলে মানুষের পাশে দাঁড়ানো
- ২ মঙ্গলবার গুলশানে উদ্বোধন হচ্ছে বিএনপির নির্বাচনি কার্যালয়
- ৩ হাসিনাসহ প্রত্যেক খুনিকে বাংলাদেশে হস্তান্তর করতে হবে: আখতার
- ৪ ২৪ না হলে আমাদের মুখ দিয়ে নির্বাচন নামক শব্দ বের হতো না
- ৫ অধিকার প্রতিষ্ঠার নির্বাচনের মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকবো