মহিলা দলের নেত্রী রাজিয়া আলীম গ্রেফতার
জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী রাজিয়া আলমকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বংশাল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
রাজিয়া আলিমের মেয়ে অ্যাডভোকেট রাশেদা আলীম ঐশির বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।
দিদার বলেন, ঢাকা মহানগর দক্ষিণের সভানেত্রী রাজিয়া আলীমকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ। বুধবার বেলা আড়াইটার দিকে তার পুরান ঢাকার নয়াবাজারস্থ বাগডাসা লেনের বাসা থেকে মহিলা দলের এ নেত্রীকে গ্রেফতার করা হয়। তার মেয়ে অ্যাডভোকেট রাশেদা আলীম ঐশি বিষয়টি জানিয়েছেন।
কেএইচ/এএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ বাংলাদেশ যেন ফের ফ্যাসিবাদের পরিচিতি না পায়: মঈন খান
- ২ তারেক রহমানকে স্বাগত জানাতে সালাহউদ্দিন-রিজভীর নেতৃত্বে কমিটি গঠন
- ৩ খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তা টিমের প্রধান শামসুল ইসলাম
- ৪ তারেকের প্রত্যাবর্তনে শুরু হবে গণতন্ত্র পুনরুত্থানের নতুন অধ্যায়
- ৫ একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: দুদু