আবরার হত্যা ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনা : ছাত্রলীগ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
সোমবার দুপুরে বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বুয়েটে সাম্প্রতিক যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ছাত্রলীগ পরিবার তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। ছাত্রলীগ কখনও এরূপ অনাকাঙ্ক্ষিত বা অন্যায়কে প্রশ্রয় দেয় না।

এ ঘটনা তদন্তের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ইয়াজ আল রিযাদ এবং সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদারকে দিয়ে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য বলা হয়েছে।
ছাত্রলীগের কোনো নেতাকর্মীর বিন্দুমাত্র সম্পৃক্ততা থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে ঘোষণা দেন তারা।
জেএইচ/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ খালেদা জিয়ার মেডিকেল বোর্ড জানালেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স
- ২ জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত
- ৩ বিকেলে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে ব্রিফ করবেন ডা. জাহিদ
- ৪ যে কোনো মুহূর্তে দেশে ফিরবেন তারেক রহমান: আমীর খসরু
- ৫ ঢাকা-৯ আসনে বিএনপি প্রার্থী হাবিবের ফ্রি মেডিকেল ক্যাম্প