সোমবার সারাদেশে যুবদলের বিক্ষোভ

যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপির ৭০ নেতাকর্মীকে আটক করার প্রতিবাদে ২৭ অক্টোবর সোমবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির অঙ্গ সংগঠন যুবদল।
এর আগে শনিবার সকাল সাড়ে দশটায় মোহাম্মপুরের বাসা থেকে যুবদল নেতা আলালসহ তাদেরকে আটক করে পুলিশ।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক বলেন, রোববারের হরতালকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল আলালের বাসায়। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০-৬০ জন নেতাকর্মী সহ আলালকে আটক করা হয়েছে।
এদিকে, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দীন দিদার অভিযোগ করে বলেছেন, যুবদলের নেতাকর্মীরা আলালের মোহাম্মদপুরের বাসায় দেখা করতে গেলে সেখান থেকে পুলিশ ৮০ জন নেতাকর্মীকে আটক করেছে।
বিজ্ঞাপন
সর্বশেষ - রাজনীতি
- ১ বাংলাদেশের প্রতিটি কোণা হবে ন্যায়ভিত্তিক সমাজের প্রতিচ্ছবি
- ২ শাপলা প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
- ৩ এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ, আহত ১
- ৪ তারেক রহমান ও বিএনপিকে ঘিরেই কূটনৈতিক হিসাব-নিকাশ করছে ভারত
- ৫ শুধু হাসিনা নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত: ফখরুল