লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত
লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯তম জন্মদিন পালিত হয়েছে। জেলা আওয়ামী লীগের উদ্যোগে রোববার রাত ১২টা এক মিনিটে জন্মদিনের কেক কেটে ও আতশবাজির মাধ্যমে জন্মদিন পালন করা হয়।
এ উপলক্ষে দলীয় অস্থায়ী কার্যালয়ে আয়োজিত জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি বিজন বিহারী ঘোষ, পৌর আওয়ামী লীগ সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মনিরুল করিম, আওয়ামী লীগ নেতা আবদুল মতলব, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাড. মাহবুবুর রহমান রাসেল, জেলা যুবলীগ আহ্বায়ক সৈয়দ আহম্মদ পাটোয়ারী, সাবেক ছাত্রনেতা অ্যাড. রাসেল মাহমুদ মান্না, জাকির হোসেন ভূঁইয়া আজাদ, জেলা ছাত্রলীগ সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
কাজল কায়েস/এমজেড/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ ‘হাইপার প্রোপাগান্ডা’: রিজভী
- ২ ভারতের সঙ্গে বিএনপির চুক্তির দাবি রাজনৈতিক অপপ্রচার: মাহদী আমীন
- ৩ অন্যায় আবদার নিয়ে এলে আমার ভাইকেও বেঁধে রাখবেন: এস এম জাহাঙ্গীর
- ৪ উন্নয়নের আশ্বাস ইশরাকের, সম্প্রীতির বার্তা জামায়াত প্রার্থীর
- ৫ গণসংযোগে সাধারণ মানুষের সরব উপস্থিতিই বিএনপির শক্তির প্রমাণ