রাজনীতি মানুষকে ঐক্যবদ্ধ করে : বনমন্ত্রী
রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তন ও মঙ্গলের জন্য করি। আল্লাহর রহমত থাকলে আমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
মঙ্গলবার বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়া কলেমা চত্বরে এক সমাবেশে এ মন্তব্য করেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, রাজনীতি মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য করা হয়। আমরা সব সময় ঐক্যবদ্ধ ছিলাম বলে এ অঞ্চলের উন্নয়ন করতে সক্ষম হয়েছি। দীর্ঘ ৩০ বছর আপনারা আমাকে সহযোগিতা করেছেন। আমি ভান্ডারিয়াবাসীকে নিয়ে কোনো সময় রাজনৈতিক স্লোগান দেয়নি।
নাগরিক সমাজ আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টি (জেপি) ভান্ডারিয়া উপজেলা কমিটির আহ্বায়ক মনিরুল হক জমাদ্দার। এ সময় আরো বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসর, বিলুপ্ত ভান্ডারিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম সরোয়ার ও ভিটাবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মৃধা প্রমুখ।
হাসান মামুন/এআরএ/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ ‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারে মনোনীত তুলিকে অভিনন্দন ফখরুলের
- ২ খালেদা জিয়া গণমানুষের অধিকার আদায়ের নেত্রী: মেয়র শাহাদাত
- ৩ খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে মির্জা ফখরুল
- ৪ শেখ হাসিনার দেশে ফেরা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না: আখতার
- ৫ নির্বাচন বিলম্বিত না করার লক্ষ্যেই বিএনপি প্রার্থীরা মাঠে রয়েছেন