আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণেই সিজার খুন : ফখরুল
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণেই ইতালির নাগরিক তাবেলা সিজার খুন হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনস্থ বিএনপির কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
দীর্ঘ আট মাস পর নয়াপল্টন কার্যালয়ে এসে মির্জা ফখরুল বলেন, সরকারের ব্যর্থতা ও আইনশৃঙ্খলা বাহিনীর খারাপ অবস্থার কারণেই এ হত্যাকাণ্ড ঘটেছে।
এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তিনি হত্যাকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এমএম/একে/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ ঢাকা-৯ আসনে বিএনপি প্রার্থী হাবিবের ফ্রি মেডিকেল ক্যাম্প
- ২ ২১ ঘণ্টায় জোড়া লাগলো তাসফিনের হাত, চিকিৎসকদের প্রশংসায় রিজভী
- ৩ খালেদা জিয়ার অসুস্থতার মধ্যে নির্বাচনি প্রস্তুতি কেমন বিএনপির?
- ৪ গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার ত্যাগ আমাদের অনুপ্রেরণা: দীপ্তি
- ৫ অবিরাম নির্যাতনের কষাঘাতে অসুস্থ খালেদা জিয়ার জীবন এখন চরম সংকটে