এরশাদের সংবাদ সম্মেলন সোমবার
রোববারের পরিবর্তে সোমবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। জাতীয় পার্টির যুগ্ম-দফতর সম্পাদক আবু হাসান আহমেদ জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার দুপুরে জাতীয় পার্টির পক্ষ থেকে রোববার সংবাদ সম্মেলন করা হবে বলে জানানো হয়েছিল।এখন নতুন সময় অনুযায়ী সোমবার বেলা ১১টায় হুসেইন মুহম্মদ এরশাদের বনানীর রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় পার্টির অবস্থান জাতির সামনে তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আহ্বান করা হয়েছে বলে জানান জাতীয় পার্টির যুগ্ম-দফতর সম্পাদক আবু হাসান আহমেদ জুয়েল।
এদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে শনিবার দুপুরে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘে অংশগ্রহণ, চ্যাম্পিয়ন অব দ্য আর্থ ও আইসিটি অ্যাওয়ার্ড অর্জনসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে আজ (রোববার) সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী।
আরএস/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ ‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারে মনোনীত তুলিকে অভিনন্দন ফখরুলের
- ২ খালেদা জিয়া গণমানুষের অধিকার আদায়ের নেত্রী: মেয়র শাহাদাত
- ৩ খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে মির্জা ফখরুল
- ৪ শেখ হাসিনার দেশে ফেরা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না: আখতার
- ৫ নির্বাচন বিলম্বিত না করার লক্ষ্যেই বিএনপি প্রার্থীরা মাঠে রয়েছেন