ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির জন্য জীবনবৃত্তান্ত আহ্বান
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটিতে পদ প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে। পদ প্রত্যাশীরা আগামী ৫-১০ অক্টোবরের মধ্যে ২ কপি পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ছাত্রলীগের কেন্দ্রীয় দফতরের সেলে জমা দিতে হবে।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সংসদের সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করার লক্ষ্যে আগ্রহী পদ প্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে।
পদ প্রত্যাশীরা ৫-১০ অক্টোবরের মধ্যে ২ কপি পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত কেন্দ্রীয় দফতরে জমা দিতে পারবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ০৫ পর্যন্ত জীবনবৃত্তান্ত জমা দেয়া যাবে।
এছাড়া জীবনবৃত্তান্তের সঙ্গে এসএসসি, এইচএসসি সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি ও অধ্যয়নরত শিক্ষা-প্রতিষ্ঠানের সত্যায়িত প্রত্যয়নপত্র এবং সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করার নিদের্শও দেয়া হয়েছে।
এমএইচ/জেডএইচ/আরআইপি
সর্বশেষ - রাজনীতি
- ১ ‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারে মনোনীত তুলিকে অভিনন্দন ফখরুলের
- ২ খালেদা জিয়া গণমানুষের অধিকার আদায়ের নেত্রী: মেয়র শাহাদাত
- ৩ খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে মির্জা ফখরুল
- ৪ শেখ হাসিনার দেশে ফেরা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না: আখতার
- ৫ নির্বাচন বিলম্বিত না করার লক্ষ্যেই বিএনপি প্রার্থীরা মাঠে রয়েছেন