ভোটাররা সুষ্ঠু ভোটের নিশ্চয়তা চায় : শাহজাহান
ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাজি মো. শাহজাহান বলেছেন, ভোটাররা সুষ্ঠু ভোটের নিশ্চয়তা চান।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। দিনব্যাপী লাঙ্গল মার্কায় ভোট চেয়ে হাজারীবাগ বাজার, জিগাতলা, সিটি কলেজ, এলিফ্যান্ট রোড, কাঁটাবন ও হাতিরপুলে গণসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি বলেন, জনগণ ভোট বিমুখ হয়ে পড়েছে। ভোটাররা সুষ্ঠু ভোটের নিশ্চয়তা চায়। আর এ নিশ্চয়তা পেলে তাদের কেন্দ্রে আনা সহজ হবে।
তিনি আরও বলেন, ভোটাররা অভিযোগ করেছেন তারা ভোট না দিলেও ভোট হয়ে যায়। এ নেগেটিভ ধারণা থেকে ভোটার ফেরাতে হলে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং নির্বাচন কমিশনকে সুষ্ঠু ভোটের নিশ্চয়তা দিতে হবে।
এ সময় তার সঙ্গে সাবেক কমিশনার আমজাদ হোসেন মিয়া, জাপার শিল্প বিষয়ক সম্পাদক ইসহাক ভুইয়া, মহানগর নেতা ইস্কান্দার মোল্লা, এমএ সাঈদ, অপু সিকদার, জাকির হোসেন মল্লিক, শাহ আলম দেওয়ান, শওকত হোসেন, দুর্জয় ফরাজীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এইউএ/এএইচ/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ তারেকের প্রত্যাবর্তনে শুরু হবে গণতন্ত্র পুনরুত্থানের নতুন অধ্যায়
- ২ একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: দুদু
- ৩ ঢাকার ৩টি আসনে জামায়াতের মনোনয়ন সংগ্রহ করলেন যারা
- ৪ নির্বাচন নিয়ে জনগণের সংশয়, স্বাধীন দেশের জন্য অশনিসংকেত: সালাম
- ৫ ঢাকার ৩ আসনে আজ মনোনয়ন ফরম সংগ্রহ করবেন জামায়াত প্রার্থীরা