মেহেরপুরে বিএনপি ও জামায়াতের ৮৫ নেতাকর্মী কারাগারে
মেহেরপুর জেলা জামায়াতের নেতা ও মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান জারজিস হোসেনসহ বিএনপি ও জামায়াতের ৮৫ নেতাকর্মীর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন জেলা ও দয়েরা জজ রবিউল হাসান। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে আসামিরা জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, ২০১৩ সালে সদর উপজেলার রাজনগরে সরকার বিরোধী আন্দোলনের সময় নাশকতার ঘটনায় বিএনপি-জামায়াতের শতাধিক নেতাকর্মীর নামে মামলা দায়ের করে পুলিশ। মামলাটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তরিত হয়। আদালত পরিবর্তন হওয়ায় মঙ্গলবার জামিনে থাকা ৮৫ আসামি নতুন করে জামিনের জন্য আদালতে হাজির হয়ে আবেদন করেন। পরে বিজ্ঞ বিচারক তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের নির্দেশমতে আসামিদের কারাগারে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন কোর্ট পরিদর্শক।
আতিকুর রহমান টিটু/এসএস
সর্বশেষ - রাজনীতি
- ১ ব্যারিস্টার অসীমকে বিএনপির প্রার্থী চেয়ে অনুসারীদের মানববন্ধন
- ২ সরকারের দূরদর্শিতার অভাবে সব খাতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে: সালাম
- ৩ আনিসুল ও মঞ্জুর নেতৃত্বে ২০ দলীয় জোটের আত্মপ্রকাশ
- ৪ লেভেল প্লেয়িং ফিল্ড নেই, ইসিকে পদক্ষেপ নিতে হবে: জামায়াত
- ৫ মানুষের ভালোবাসা ও দোয়ায় খালেদা জিয়া সুস্থ হবেন: ফারুক