মেহেরপুরে বিএনপি ও জামায়াতের ৮৫ নেতাকর্মী কারাগারে
মেহেরপুর জেলা জামায়াতের নেতা ও মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান জারজিস হোসেনসহ বিএনপি ও জামায়াতের ৮৫ নেতাকর্মীর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন জেলা ও দয়েরা জজ রবিউল হাসান। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে আসামিরা জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, ২০১৩ সালে সদর উপজেলার রাজনগরে সরকার বিরোধী আন্দোলনের সময় নাশকতার ঘটনায় বিএনপি-জামায়াতের শতাধিক নেতাকর্মীর নামে মামলা দায়ের করে পুলিশ। মামলাটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তরিত হয়। আদালত পরিবর্তন হওয়ায় মঙ্গলবার জামিনে থাকা ৮৫ আসামি নতুন করে জামিনের জন্য আদালতে হাজির হয়ে আবেদন করেন। পরে বিজ্ঞ বিচারক তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের নির্দেশমতে আসামিদের কারাগারে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন কোর্ট পরিদর্শক।
আতিকুর রহমান টিটু/এসএস
সর্বশেষ - রাজনীতি
- ১ নির্বাচনি প্রচারণার প্রথম দিনে বিএনপির পাঁচ কর্মসূচি প্রকাশ
- ২ কোনো দল যেন নির্বাচনে কারচুপির স্পর্ধা না দেখায়: রুমিন ফারহানা
- ৩ ২০০০ টাকার ফ্যামিলি কার্ড নিতে ১০০০ ঘুষ দেওয়া লাগবে না তো
- ৪ নতুন রূপে ফ্যাসিবাদ এলে কঠিন পরিণতির হুঁশিয়ারি জামায়াত আমিরের
- ৫ ঢাকা-১১ আসনে ধানের শীষের প্রার্থী এম এ কাইয়ুমের প্রচারণা শুরু