শেখ হাসিনা পাকা খেলোয়ার : রিজভী
ফাইল ফটো
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাকা খেলোয়ার বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। বুধবার দুপুরে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সত্যিই শেখ হাসিনা পাকা খেলোয়াড়। রক্তা-রক্তির খেলায় তার সমান উপযোগী আর কেউ না। দেশে এখন একদলীয় অমানবিক শাসনের উন্মাদ লীলা চলছে। এ থেকে দেশকে মুক্ত করতে হবে।
রিজভী বলেন, আধুনিক রাষ্ট্রব্যবস্থার সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দেশে এখন নিরঙ্কুশ ক্ষমতাবান এক ব্যক্তির সালতানাত চালু হয়েছে। তাদের উদ্দেশ্য মোসাহেবদের দিয়ে রাজনৈতিক দলের নামে দেশে একটি মাত্র দল থাকবে, যারা মূলত একটি দুর্বৃত্তদের গ্যাংয়ের ন্যায় সারা দেশে আতঙ্ক ছড়িয়ে জনগণকে দমিয়ে রাখবে।
ক্ষমতাসীন সরকারের মন্ত্রীদের বক্তব্যকে ‘বস্তির সংস্কৃতির’ সঙ্গে তুলনা করে বিএনপির এ নেতা বলেন, ভোটারবিহীন প্রধানমন্ত্রী থেকে শুরু করে তার নেতাদের বক্তব্য শুনলে মনে হয়, বস্তির বিদ্যমান সংস্কৃতির পাঠশালাই হচ্ছে এদের শিক্ষাপ্রতিষ্ঠান। সে জন্য তাদের মুখে অসভ্য শব্দ ছাড়া সুরুচিপূর্ণ শব্দ আসে না।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন ও যুবদলের সহসভাপতি আবদুস সালাম।