পরাজিত শক্তিই বিভিন্ন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত : মজিবুল হক
রেলমন্ত্রী মজিবুল হক বলেছেন, বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতা হত্যা একই সূত্রে গাঁথা। স্বাধীনতার পরাজিত শক্তিই বিভন্ন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। স্বাধীনতা বিরোধীরা এখনও দেশে বিদ্যমান আছে এবং তারাই একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে আমরা মুক্তিযোদ্ধার সন্তান আয়োজিত জেলহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে রেলমন্ত্রী বলেন, আপনি (খালেদা) যতই সন্ত্রাসী চক্রান্ত করে বিদেশি হত্যা, গুপ্তহত্যা করেন না কেন -আগামী নির্বাচনে আপনাকে শেখ হাসিনার কাছে পরাজিত হতে হবে।
খালেদা জিয়া স্বাধীনতা বিরোধীদের লালন-পালন করছেন এমন দাবি করে তিনি আরও বলেন, আপনি (খালেদা) ওই স্বাধীনতা বিরোধীদের আস্কারা দিয়ে অস্থিরতা সৃষ্টি করে দেশের সম্পদ নষ্ট করছেন। শুধু তাই নয়, আন্দোলনের নামে দেশে অস্থির পরিবেশ তৈরি করেছেন।
সংগঠনের সভাপতি হুমায়ন কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রী উপ-কমিটির সহ-সম্পাদক তাজমহল হিরক, সাংবাদিক জয়েন্ত আচার প্রমুখ।
এএস/আরএস/আরআইপি
সর্বশেষ - রাজনীতি
- ১ ‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারে মনোনীত তুলিকে অভিনন্দন ফখরুলের
- ২ খালেদা জিয়া গণমানুষের অধিকার আদায়ের নেত্রী: মেয়র শাহাদাত
- ৩ খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে মির্জা ফখরুল
- ৪ শেখ হাসিনার দেশে ফেরা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না: আখতার
- ৫ নির্বাচন বিলম্বিত না করার লক্ষ্যেই বিএনপি প্রার্থীরা মাঠে রয়েছেন