মজিবুল হকের মৃত্যুতে রিপনের শোক
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহানা আক্তার শানু’র পিতা মজিবুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।
সোমবার রাতে ফেনীর ছাগলনাইয়ায় নিজ বাড়ীত হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয় ইন্তেকাল করেছেন (ইনা লিল্লাহ ওয়া ইনা ইলাইহ রাজউন) মজিবুল হক।
মঙ্গলবার এক শোকবার্তায় বিএনপি’র মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেন, “মরহুম মজিবুল হক তার নিজ এলাকায় একজন সজ্জন ও ধার্মিক ব্যক্তি হিসেবে সকলের নিকট ছিলন অত্যন্ত শ্রদ্ধয় ব্যক্তি। মজিবুল হক এর মত্যুত তার পরিবার ও এলাকাবাসীর ন্যায় আমিও গভীরভাবে মর্মাহত।”
বিএনপি’র মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন মরহুম মজিবুল হক এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা কর শোকাহত পরিবারবর্গ ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
এমএম/এআরএস/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ খালেদা জিয়াকে দেখতে আবারও এভারকেয়ারে ডা. জুবাইদা
- ২ চিকিৎসকরা ‘সেফ টু ফ্লাই’ সার্টিফাই করলেই লন্ডন নেওয়া হবে খালেদাকে
- ৩ খালেদা জিয়ার মেডিকেল বোর্ড জানালেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স
- ৪ জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত
- ৫ বিকেলে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে ব্রিফ করবেন ডা. জাহিদ