বগুড়া বিএনপি থেকে ৫ জন বহিষ্কার
বগুড়ায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন থেকে পাঁচজনকে বহিষ্কার করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বগুড়া জেলাধীন গাবতলী পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জাফর ইকবাল রেজা, সাবেক সদস্য মো. আব্দুল করিম, পৌর কৃষকদলের সাবেক সভাপতি মো. আইয়ুব হোসেন রাজু, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সাজেদুল আলম রাসেল এবং পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. সুজন আহম্মেদকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
কেএইচ/বিএ/জিকেএস
সর্বশেষ - রাজনীতি
- ১ তারেক রহমানের গাড়িতে খাম সেঁটে দেওয়া বাইকার এখনো শনাক্ত হননি
- ২ নির্বাচনি প্রচারণায় বিএনপি প্রার্থীদের মানতে হবে ৭ দফা নির্দেশনা
- ৩ নাহিদ-নাসীরুদ্দীনকে শোকজ বিধিবহির্ভূত, দাবি এনসিপির
- ৪ নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাহিদ-নাসীরুদ্দীনকে শোকজ
- ৫ এনসিপি নির্বাচনে যাবে কি না পুনর্বিবেচনার সময় এসেছে: আসিফ মাহমুদ