জামায়াতের দায়সারা হরতাল পালন
মানবতাবিরোধী অপরাধে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজের প্রতিবাদে দেশব্যাপী জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে দায়সারাভাবে। এ প্রতিবেন লেখা পর্যন্ত হরতালে জামায়াত-শিবিরের কোনো কার্যক্রম চোখে পড়েনি।
সকাল থেকে দলটির কেন্দ্রীয় কার্যালয় এলাকাসহ বিভিন্ন এলাকা ঘুরে কোথাও হরতালের সমর্থনে মিছিল করতে দেখা যায়নি জামায়াত শিবিরের নেতাকর্মীদের।
উল্লেখ্য, ৮ বছরেরও বেশি সময় ধরে দলটির কেন্দ্রীয় কার্যালয় বন্ধ রয়েছে। শুধু কেন্দ্রীয় নয়, সাড়া দেশের জামায়াত-শিবিরের বেশির ভাগ কার্যালয়ই বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত হরতালের কারণে রাজধানী ঢাকাসহ দেশের কোথায়ও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে নিরাপত্তার স্বার্থে দেশের বিভিন্ন বিভাগীয় শহর থেকে শুরু করে উপজেলা পর্যন্ত অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। যানবাহন চলাচলও স্বাভাবিক রয়েছে।
হরতালের অবস্থা জানতে এ প্রতিবেদক দলটির বিভিন্ন নেতার মুঠোফোনে একাধিকবার কল করেও তা বন্ধ পেয়েছেন।
হরতালে যে কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এএম/একে/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ নির্বাচন বিলম্বিত না করার লক্ষ্যেই বিএনপি প্রার্থীরা মাঠে রয়েছেন
- ২ কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের
- ৩ বিএনপি সবসময়ই প্রতিশ্রুতির রাজনীতিতে বিশ্বাসী: রিজভী
- ৪ খালেদা জিয়াকে দেখতে আবারও এভারকেয়ারে ডা. জুবাইদা
- ৫ চিকিৎসকরা ‘সেফ টু ফ্লাই’ সার্টিফাই করলেই লন্ডন নেওয়া হবে খালেদাকে