খালেদার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন রিপন
দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে মন্তব্য করে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দলটির মুখপাত্রের দায়িত্বে থাকা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি।
বিজ্ঞপ্তির মাধ্যমে খালেদা জিয়ার নিরাপত্তা ব্যবস্থা অপ্রতুল হওয়ায় বিএনপি চেয়ারপারসনের জন্য নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদারে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য বিএনপির এই মুখপাত্র সরকারের প্রতি আহ্বান জানান।
খালেদা জিয়া শনিবার বিকেল ৫টায় এমিরেটস এয়ারলাইন্সযোগে লন্ডন থেকে দেশে ফিরছেন বলেও জানিয়েছেন রিপন।
এমএম/একে/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ ‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারে মনোনীত তুলিকে অভিনন্দন ফখরুলের
- ২ খালেদা জিয়া গণমানুষের অধিকার আদায়ের নেত্রী: মেয়র শাহাদাত
- ৩ খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে মির্জা ফখরুল
- ৪ শেখ হাসিনার দেশে ফেরা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না: আখতার
- ৫ নির্বাচন বিলম্বিত না করার লক্ষ্যেই বিএনপি প্রার্থীরা মাঠে রয়েছেন