ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের বৈঠক সোমবার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৩১ এএম, ১০ নভেম্বর ২০১৪

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্যদের বৈঠক সোমবার রাতে। খালেদা জিয়ার সভাপতিত্বে রাত ৮টায় গুলশানে তার নিজ রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ তথ্য জানান। তিনি জানান, মূলত চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক অবস্থা ও আন্দোলন কর্মসূচি নিয়ে আলোচনা হতে পারে।

এ ছাড়া আগামী ১১ নভেম্বর দলের ভাইস চেয়ারম্যান ও যুগ্ম-মহাসচিব এবং ১৩ নভেম্বর দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন খালেদা জিয়া।