টেস্ট স্ট্যাটাস পাওয়ায় নারী ক্রিকেট দলকে জাপার অভিনন্দন
টেস্ট স্ট্যাটাস পাওয়ায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
শুক্রবার (২ এপ্রিল) এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ নারী ক্রিকেট দল, দলের কোচ এবং বোর্ড কর্মকর্তাদের প্রতিও অভিনন্দন জানান তিনি।
অভিনন্দন বার্তায় জাপা চেয়ারম্যান বলেন, বাংলাদেশ নারী ক্রিকেট দলের টেস্ট স্ট্যাটাস পাওয়া অসাধারণ অর্জন। আগামী দিনে নারী ক্রিকেট দল বিশ্ব ক্রিকেটে গৌরবোজ্জল ঐতিহ্য রচনা করবে।
টেস্ট স্ট্যাটাস পাওয়ায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুও।
বৃহস্পতিবার আইসিসির এক বিজ্ঞপ্তিতে পূর্ণ সদস্য দেশের নারী দলকে টেস্ট স্ট্যাটাস দেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে। পূর্ণ সদস্য দেশ হিসেবে বাংলাদেশ নারী ক্রিকেট দলও টেস্ট স্ট্যাটাস পেয়েছে।
এসএম/এএএইচ/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ মঙ্গলবার গুলশানে উদ্বোধন হচ্ছে বিএনপির নির্বাচনি কার্যালয়
- ২ হাসিনাসহ প্রত্যেক খুনিকে বাংলাদেশে হস্তান্তর করতে হবে: আখতার
- ৩ ২৪ না হলে আমাদের মুখ দিয়ে নির্বাচন নামক শব্দ বের হতো না
- ৪ অধিকার প্রতিষ্ঠার নির্বাচনের মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকবো
- ৫ জাতিসংঘে ভারতের বিরুদ্ধে নালিশ দিতে বললেন মাহমুদুর রহমান