সন্ধ্যায় খালেদাকে দেখতে হাসপাতালে যাবেন ফখরুল
ফাইল ছবি
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সন্ধ্যায় দেখতে যাবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৯ মে) সন্ধ্যা ৬টার দিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
শায়রুল বলেন, আজ ইফতারের পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দলের মহাসচিব হাসপাতালে দেখতে যাবেন।
তিনি আরও বলেন, এরপর হাসপাতাল থেকে বের হয়ে রাত ৮টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় মহাসচিব সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া দেবেন। ওই সময় চিকিৎসক টিমের সদস্যরা উপস্থিত থাকতে পারেন।
কেএইচ/এমআরআর/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ মঙ্গলবার গুলশানে উদ্বোধন হচ্ছে বিএনপির নির্বাচনি কার্যালয়
- ২ হাসিনাসহ প্রত্যেক খুনিকে বাংলাদেশে হস্তান্তর করতে হবে: আখতার
- ৩ ২৪ না হলে আমাদের মুখ দিয়ে নির্বাচন নামক শব্দ বের হতো না
- ৪ অধিকার প্রতিষ্ঠার নির্বাচনের মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকবো
- ৫ জাতিসংঘে ভারতের বিরুদ্ধে নালিশ দিতে বললেন মাহমুদুর রহমান