পৌর নির্বাচন বর্জনের সিদ্ধান্ত কাদের সিদ্দিকীর দলের
আসন্ন পৌর নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গবীর কাদের সিদ্দিকী নেতৃত্বাধীন দল কৃষক শ্রমিক জনতা লীগ। রাজনৈতিক দলগুলোর সাথে কোনরূপ আলাপ-আলোচনা ছাড়াই পৌর নির্বাচনের বিধিমালা পরির্বতন, সংশোধন এবং প্রায় সকল রাজনৈতিক দল পৌর নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি করার সত্ত্বেও নির্বাচন কমিশন তাতে কোনো কর্ণপাত না করায় অভিযোগ তুলে আসন্ন পৌর নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
বুধবার সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভায় নির্বাচন না করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বঙ্গবীর কাদের সিদ্দিকীর সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভার প্রস্তাবে বলা হয়, রাজনৈতিক দলগুলোর সাথে কোনরূপ আলাপ-আলোচনা ছাড়াই পৌর নির্বাচনের বিধিমালা পরির্বতন, সংশোধন এবং প্রায় সকল রাজনৈতিক দল পৌর নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি করার সত্ত্বেও নির্বাচন কমিশন তাতে কোনো কর্ণপাত করেনি। এরকম স্বৈরাচারী মনোভাবাপন্ন নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়। তাই কৃষক শ্রমিক জনতা লীগ আসন্ন পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত গ্রহণ করে।
এএম/এসএইচএস/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ ‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারে মনোনীত তুলিকে অভিনন্দন ফখরুলের
- ২ খালেদা জিয়া গণমানুষের অধিকার আদায়ের নেত্রী: মেয়র শাহাদাত
- ৩ খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে মির্জা ফখরুল
- ৪ শেখ হাসিনার দেশে ফেরা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না: আখতার
- ৫ নির্বাচন বিলম্বিত না করার লক্ষ্যেই বিএনপি প্রার্থীরা মাঠে রয়েছেন