দুই ডোজ টিকা নিয়েও সস্ত্রীক করোনা আক্রান্ত এমপি শিখর
মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর সস্ত্রীক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
শিখর জানান, করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধনের দুদিন পরই তিনি ও তার স্ত্রী প্রথম ডোজ টিকা নিয়েছেন। পরে যথারীতি দ্বিতীয় ডোজও নিয়েছেন। সম্প্রতি জ্বর হলে সস্ত্রীক টেস্ট করান। গতকাল (২৯ জুলাই) দুজনের ফলাফল পজিটিভ আসে।
তিনি আরও জানান, তারা এমপি হোস্টেলের নিজ বাসায় আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন।
এসইউজে/জেএইচ/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ চেয়ারম্যান নির্বাচিত: তারেক রহমানকে বিএনপি নেতাকর্মীদের অভিনন্দন
- ২ নির্বাচনে সব দলের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বিদ্যমান নেই
- ৩ আবদুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বাতিল চেয়ে জামায়াত প্রার্থীর আবেদন
- ৪ খালেদা জিয়া মৃত্যুর আগ পর্যন্ত স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন
- ৫ নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত