মানিকগঞ্জে ছাত্রলীগ নেতার কব্জি কর্তনের প্রতিবাদে বিক্ষোভ
মানিকগঞ্জের শিবালয়ে ছাত্রলীগ নেতা আকাশ মজুমদারের হাত কেটে নেয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রলীগ।
সোমবার দুপুরে শিবালয় উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে টেপড়া বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি রেজাউর রহমান খান জানু, যুবলীগ সভাপতি আলী আহসান মিঠু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জনি, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলিম প্রমুখ।
সমাবেশে বক্তরা ছাত্রলীগ নেতা আকাশের উপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানান।
পূর্ব শত্রুতার জের ধরে রোববার রাতে উপজেলার উলাইল ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি আকাশ মজুমদারের ডান হাতের কব্জি কেটে দেয় প্রতিপক্ষরা। এ ঘটনায় থানায় মামলা হলেও, এখনো কেউ গ্রেফতার হয়নি।
বি.এম খোরশেদ/এমজেড/আরআইপি
সর্বশেষ - রাজনীতি
- ১ ‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারে মনোনীত তুলিকে অভিনন্দন ফখরুলের
- ২ খালেদা জিয়া গণমানুষের অধিকার আদায়ের নেত্রী: মেয়র শাহাদাত
- ৩ খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে মির্জা ফখরুল
- ৪ শেখ হাসিনার দেশে ফেরা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না: আখতার
- ৫ নির্বাচন বিলম্বিত না করার লক্ষ্যেই বিএনপি প্রার্থীরা মাঠে রয়েছেন