পেশাজীবী নেতাদের সঙ্গে খালেদার মতবিনিময় শনিবার
পেশাজীবী নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার রাত ৮ টায় খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, চিকিৎসা শেষ না করেই লন্ডন থেকে দেশে ফেরার পর থেকে গুলশান কার্যালয়ে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন খালেদা।
এদিকে বিএনপি সূত্র জানায়, পৌর নির্বাচন ও চলমান রাজনীতি নিয়ে পেশাজীবীদের সঙ্গে আলাপ আলোচনা করবেন বেগম জিয়া।
এমএম/এসকেডি/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ খালেদা জিয়াকে দেখতে আবারও এভারকেয়ারে ডা. জুবাইদা
- ২ চিকিৎসকরা ‘সেফ টু ফ্লাই’ সার্টিফাই করলেই লন্ডন নেওয়া হবে খালেদাকে
- ৩ খালেদা জিয়ার মেডিকেল বোর্ড জানালেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স
- ৪ জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত
- ৫ বিকেলে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে ব্রিফ করবেন ডা. জাহিদ