ভোটকেন্দ্রে না যেতে হত্যার ভয় দেখানো হচ্ছে : রিজভী
ভোটকেন্দ্রে না যেতে প্রশাসন এবং ক্ষমতাশীন দলের লোকেরা ভোটারদেরকে হত্যার ভয় দেখাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার সন্ধ্যায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, খুলনা বিভাগের ডিআইজি সরাসরি ওসিদের অনৈতিক নির্দেশনা দিচ্ছেন। এছাড়া বিভিন্ন জায়গায় বিএনপি সমর্থকদের উপর সরকার সমর্থকদের হামলার অভিযোগ করেন রিজভী। একই সঙ্গে তিনি নির্বাচন কমিশন দুই কান কেটে শাসকদলের পক্ষে উঠে পড়ে লেগেছে বলেও মন্তব্য করেন।
কিশোরগঞ্জের এক বিএনপি নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিস্কার করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান রিজভী আহমেদ।
এমএম/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ নির্বাচন বিলম্বিত না করার লক্ষ্যেই বিএনপি প্রার্থীরা মাঠে রয়েছেন
- ২ কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের
- ৩ বিএনপি সবসময়ই প্রতিশ্রুতির রাজনীতিতে বিশ্বাসী: রিজভী
- ৪ খালেদা জিয়াকে দেখতে আবারও এভারকেয়ারে ডা. জুবাইদা
- ৫ চিকিৎসকরা ‘সেফ টু ফ্লাই’ সার্টিফাই করলেই লন্ডন নেওয়া হবে খালেদাকে