কর্মসূচি দিচ্ছে বিএনপি!
সদ্য সম্পন্ন পৌরসভা নির্বাচনে কারচুপিসহ নানা অনিয়মের অভিযোগ এনে কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। বুধবার রাত ৯টায় দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। দলীয় সূত্রে জানা গেছে, শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষেই কর্মসূচি ঘোষণা করতে পারে বিএনপি।
এদিকে সর্বশেষ খবর অনুযায়ী নির্বাচনে বিএনপির বিপর্যয়ই হচ্ছে। এতে করে ক্ষুদ্ধ হয়ে উঠছেন দলটির নেতাকর্মীরা।
জানা গেছে, বর্তমান বাস্তবতায় কর্মসূচির বিকল্প দেখছে না বিএনপি। এরকম পরিস্থিতির পরও কর্মসুচি না দিলে দলের নেতাকর্মীদের কাছেই রোষানলে পড়তে পারে দলেই হাইকমান্ড।
তাই কর্মসূচির পক্ষেই মত রয়েছের শীর্ষ নেতাদের। কর্মসূচির বিষয়টির বৈঠকেই চূড়ান্ত করা হতে পারে।
এমএম/এসকেডি/পিআর/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ নির্বাচনি প্রচারণার প্রথম দিনে বিএনপির পাঁচ কর্মসূচি প্রকাশ
- ২ কোনো দল যেন নির্বাচনে কারচুপির স্পর্ধা না দেখায়: রুমিন ফারহানা
- ৩ ২০০০ টাকার ফ্যামিলি কার্ড নিতে ১০০০ ঘুষ দেওয়া লাগবে না তো
- ৪ নতুন রূপে ফ্যাসিবাদ এলে কঠিন পরিণতির হুঁশিয়ারি জামায়াত আমিরের
- ৫ ঢাকা-১১ আসনে ধানের শীষের প্রার্থী এম এ কাইয়ুমের প্রচারণা শুরু