চাঁদপুরে ছাত্রদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা ছাত্রদলের আয়োজনে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে র্যালিটি দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এসময় হাতি, বেলুন ও রঙিন সাজে সজ্জিত হয়ে বাদ্যযন্ত্রের তালে তালে নেতাকর্মীরা র্যালিটি আনন্দপূর্ণ করে তোলেন। র্যালি শেষে দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল আহমেদ বাহারের সভাপতিত্বে ও যুগ্ন আহ্বায়ক মাসুদ মাঝির পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. সেলিম উল্লা সেলিম।
বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান সফিকুজ্জামান, মাহাবুব আনোয়ার বাবলু, কাজী গোলাম মোস্তফা, আক্তার হোসেন মাঝি, অ্যাড. হারুনুর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন খান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতি জিয়াউল হক সোহাগ, পুরানবাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক রাজিব দাস, হাইমচর উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. সোলাইমান মিয়া, হাজিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু রায়হান সোহেল প্রমুখ।
ইকরাম চৌধুরী/এমজেড/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ নির্বাচনি প্রচারণার প্রথম দিনে বিএনপির পাঁচ কর্মসূচি প্রকাশ
- ২ কোনো দল যেন নির্বাচনে কারচুপির স্পর্ধা না দেখায়: রুমিন ফারহানা
- ৩ ২০০০ টাকার ফ্যামিলি কার্ড নিতে ১০০০ ঘুষ দেওয়া লাগবে না তো
- ৪ নতুন রূপে ফ্যাসিবাদ এলে কঠিন পরিণতির হুঁশিয়ারি জামায়াত আমিরের
- ৫ ঢাকা-১১ আসনে ধানের শীষের প্রার্থী এম এ কাইয়ুমের প্রচারণা শুরু