রোববার দুপুরে বিজয় শোভাযাত্রা করবে বিএনপি
মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল রোববার (১৯ ডিসেম্বর) বিজয় শোভাযাত্রা করবে বিএনপি। রোববার দুপুর ২টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হবে এ শোভাযাত্রা।
শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
রিজভী বলেন, বিজয় দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে আগামীকাল (১৯ ডিসেম্বর) দুপুর ২টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় শোভাযাত্রা শুরু হবে। বিজয় শোভাযাত্রা সফল করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রমুখ।
কেএইচ/কেএসআর/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ তারেক রহমানকে স্বাগত জানাতে সালাহউদ্দিন-রিজভীর নেতৃত্বে কমিটি গঠন
- ২ খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তা টিমের প্রধান শামসুল ইসলাম
- ৩ তারেকের প্রত্যাবর্তনে শুরু হবে গণতন্ত্র পুনরুত্থানের নতুন অধ্যায়
- ৪ একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: দুদু
- ৫ ঢাকার ৩টি আসনে জামায়াতের মনোনয়ন সংগ্রহ করলেন যারা