খালেদাকে হঠকারী রাজনীতি পরিহারের আহ্বান সুরঞ্জিতের
`হঠকারী` রাজনীতির পথ পরিহার করে নিয়মাতান্ত্রিক পথে রাজনীতি করার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
শনিবার সকারে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত চলমান রাজনীতি বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
সম্প্রতি শেষ হওয়া পৌরসভা নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, কিছু ত্রুটি-বিচ্যুতি থাকা সত্ত্বেও পৌরসভা নির্বাচন অতীতের স্থানীয় যে কোনো নির্বাচনের চেয়ে বেশি গ্রহণযোগ্য হয়েছে। এবার সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। সে নির্বাচন আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নিবাচন হবে।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বেগম খালেদা জিয়া সরকারের পতন ঘটাতে গিয়ে নিজের দলেরই পতন করে ফেলেছেন। পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের ভোট বেড়েছে আর বিএনপির ভোট কমেছে।
তিনি বলেন, নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের আর কোনো পথ নেই। বিশ্বের প্রতিটি দেশের রাজনীতিতে তা প্রমাণিত সত্য।
এসকেডি/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ নির্বাচনি প্রচারণার প্রথম দিনে বিএনপির পাঁচ কর্মসূচি প্রকাশ
- ২ কোনো দল যেন নির্বাচনে কারচুপির স্পর্ধা না দেখায়: রুমিন ফারহানা
- ৩ ২০০০ টাকার ফ্যামিলি কার্ড নিতে ১০০০ ঘুষ দেওয়া লাগবে না তো
- ৪ নতুন রূপে ফ্যাসিবাদ এলে কঠিন পরিণতির হুঁশিয়ারি জামায়াত আমিরের
- ৫ ঢাকা-১১ আসনে ধানের শীষের প্রার্থী এম এ কাইয়ুমের প্রচারণা শুরু