নয়াপল্টনে সমাবেশের অনুমতি চেয়েছে বিএনপি
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয়া না হলে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চেয়েছে বিএনপি। রোববার বিকেলে নয়াপল্টনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দলটির দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমদ।
তিনি বলেন, এবার দেখবো সরকার তথা আইন-শৃঙ্খলা বাহিনী কি বলে। বিএনপিকে শান্তিপূর্ণ সমাবেশ করার জন্য অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বানও জানান রিজভী।
তিনি আরো বলেন, ইতোমধ্যে নয়াপল্টন কার্যালয়ের সামনে ৫ জানুয়ারি সমাবেশ করতে ডিএমপির কাছে অনুমতি চাওয়া হয়েছে। তবে এখনো তাদের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।
এমএম/এসএইচএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ নির্বাচনি প্রচারণার প্রথম দিনে বিএনপির পাঁচ কর্মসূচি প্রকাশ
- ২ কোনো দল যেন নির্বাচনে কারচুপির স্পর্ধা না দেখায়: রুমিন ফারহানা
- ৩ ২০০০ টাকার ফ্যামিলি কার্ড নিতে ১০০০ ঘুষ দেওয়া লাগবে না তো
- ৪ নতুন রূপে ফ্যাসিবাদ এলে কঠিন পরিণতির হুঁশিয়ারি জামায়াত আমিরের
- ৫ ঢাকা-১১ আসনে ধানের শীষের প্রার্থী এম এ কাইয়ুমের প্রচারণা শুরু