মঞ্চে বক্তব্য দিচ্ছেন বিএনপির নেতারা!
বুধবার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে বিএনপির সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১২ট থেকেই সমাবেশ মঞ্চ থেকে বক্তব্য দিচ্ছেন দলটির নেতারা।
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষিপ্তভাবে মিছিল করে সমাবেশস্থলে এসে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। আর মঞ্চ থেকে আগত নেতাকর্মীদেরকে স্বাগত জানাচ্ছেন কেন্দ্রীয় নেতারা। নেতাকর্মীদের উপস্থিতিতে মঞ্চের সামনের অংশ ইতিমধ্যেই পূর্ণ হয়ে গেছে। সমাবেশ শুরু না হওয়ায় অনুগত নেতাদের নামে বিভিন্ন স্লোগান দিচ্ছেন আগত নেতাকর্মীরা। 
এদিকে রাস্তা বন্ধ করে সমাবেশ করা যাবে না ডিএমপি থেকে এমন শর্ত দেয়া হলেও দুপুর ১২টার পর থেকেই সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সমাবেশে আগত নেতাকর্মীদের উপস্থিতির কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এমএম/এমএ/এআরএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ঢাকা-৯ আসনে বিএনপি প্রার্থী হাবিবের ফ্রি মেডিকেল ক্যাম্প
- ২ ২১ ঘণ্টায় জোড়া লাগলো তাসফিনের হাত, চিকিৎসকদের প্রশংসায় রিজভী
- ৩ খালেদা জিয়ার অসুস্থতার মধ্যে নির্বাচনি প্রস্তুতি কেমন বিএনপির?
- ৪ গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার ত্যাগ আমাদের অনুপ্রেরণা: দীপ্তি
- ৫ অবিরাম নির্যাতনের কষাঘাতে অসুস্থ খালেদা জিয়ার জীবন এখন চরম সংকটে