স্লোগানে প্রকম্পিত নয়াপল্টন
নয়াপল্টনে অনুষ্ঠিত বিএনপি সমাবেশস্থল স্লোগানো স্লোগানে মুখরিত হয়ে ওঠছে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীরা নানা স্লোগান দিয়ে সমাবেশস্থল মুখর করে রেখেছেন। দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল থেকেই নয়াপল্টন কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে দলটির নেতাকর্মীরা।
সরেজমিন ঘুরে দেখা গেছে, ইতোমধ্যের রাজধানীর বিভিন্ন থানা ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের ব্যানারে কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সমাবেশস্থলকে উজ্জীবিত করে রাখার চেষ্টা করছেন। পাশাপাশি মঞ্চ থেকেও নেতাকর্মীরা প্রতিবাদী বক্তব্য দিয়ে সমাবেশ জাগিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছে।
জানা গেছে, দীর্ঘদিন পর আজকের (মঙ্গলবার) সমাবেশে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।
এমএম/এএম/আরএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ বিএনপি সবসময়ই প্রতিশ্রুতির রাজনীতিতে বিশ্বাসী: রিজভী
- ২ খালেদা জিয়াকে দেখতে আবারও এভারকেয়ারে ডা. জুবাইদা
- ৩ চিকিৎসকরা ‘সেফ টু ফ্লাই’ সার্টিফাই করলেই লন্ডন নেওয়া হবে খালেদাকে
- ৪ খালেদা জিয়ার মেডিকেল বোর্ড জানালেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স
- ৫ জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত