ষড়যন্ত্রকারীদের হাত পা গুঁড়িয়ে দেয়ার আহ্বান মায়ার
ফাইল ছবি
দেশকে কেউ আঘাত করার চেষ্টা করলে তাদের হাত পা গুঁড়িয়ে দেয়ার জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
সোমবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ সমাবেশটির আয়োজন করে।
ত্রাণমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত দেশকে ধ্বংস করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রীকে ১৯ বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। কিন্তু ষড়যন্ত্রকারীদের সব পরিকল্পনা ব্যর্থ হয়েছে। দলের নেতাকর্মীদেরকে কথা ও কাজে মিল রেখে কাজ করার আহ্বান জানান তিনি।
এসএ/এএসএস/এমএম/জেডএইচ/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ জামায়াতকে নারীরাই বেশি ভোট দেবেন, কারণ তারা শান্তিপ্রিয়: তাহের
- ২ সংঘাত চায় না এনসিপি, তবে আঘাত এলে দেওয়া হবে পাল্টা জবাব: নাহিদ
- ৩ নির্বাচনি মাঠ থেকে সরিয়ে দিতেই নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- ৪ পাটওয়ারীর ওপর হামলা, জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় জোট
- ৫ সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের নারী সমাবেশ ৩১ জানুয়ারি