ভুল শোধরাতে নির্বাচনে আসছেন খালেদা
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভুল শোধরাতেই নির্বাচনে আসছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ধন্যবাদও জানান তিনি।
শনিবার দুপুর একটার দিকে রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘পাকিস্তান পলিসিতে বিএনপি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ ধন্যবাদ জানান।
সুরঞ্জিত বলেন, খালেদা জিয়া ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে না এসে ভুল করেছেন। আর এ ভুল তিনি বুঝতেও পেরেছেন। তাই তিনি এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায়, যুবলীগ নেতা বদিউজ্জামান, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এম এ করিম।
এএসএস/এসকেডি/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ খালেদা জিয়াকে দেখতে আবারও এভারকেয়ারে ডা. জুবাইদা
- ২ চিকিৎসকরা ‘সেফ টু ফ্লাই’ সার্টিফাই করলেই লন্ডন নেওয়া হবে খালেদাকে
- ৩ খালেদা জিয়ার মেডিকেল বোর্ড জানালেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স
- ৪ জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত
- ৫ বিকেলে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে ব্রিফ করবেন ডা. জাহিদ