বেগম জিয়ার জায়গা হবে আদালতের বারান্দায় : ইনু
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের সুযোগ নিয়ে যদি শহীদ, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ব্যাপারে আবল-তাবল বকেন তাহলে তার জায়গা হবে পাগলা গারদে না হলে আদালতের বারান্দায়। মঙ্গলবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে জাসদের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে যারা সাফাই গাওয়ার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্য বলেন, ৭১’র মুক্তিযুদ্ধ নিয়ে, বঙ্গবন্ধুকে নিয়ে বা বঙ্গবন্ধুর ভূমিকা নিয়ে যেকোন কটাক্ষ গ্রহণযোগ নয়।
এ সময় জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দল আলিম স্বপনসহ জাসদের অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আল-মামুন সাগর/এসএস/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ নির্বাচনি প্রচারণার প্রথম দিনে বিএনপির পাঁচ কর্মসূচি প্রকাশ
- ২ কোনো দল যেন নির্বাচনে কারচুপির স্পর্ধা না দেখায়: রুমিন ফারহানা
- ৩ ২০০০ টাকার ফ্যামিলি কার্ড নিতে ১০০০ ঘুষ দেওয়া লাগবে না তো
- ৪ নতুন রূপে ফ্যাসিবাদ এলে কঠিন পরিণতির হুঁশিয়ারি জামায়াত আমিরের
- ৫ ঢাকা-১১ আসনে ধানের শীষের প্রার্থী এম এ কাইয়ুমের প্রচারণা শুরু