বনানী কবরস্থনে চিরশায়িত সাবিহ উদ্দিন আহমেদ
শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব/ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সচিব সাবিহ উদ্দিন আহমেদের দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) বাদ এশা রাজধানীর গুলশান আজাদ মসজিদে মরহুমের নামাজে জানাজা হয়। এরপর বনানী কবরস্থানে রাত ৮টা ৫০ মিনিটে তাকে দাফন করা হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, জানাজার নামাজের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবিহ উদ্দিন আহমেদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে সোমবার (৩১ অক্টোবর) সকাল ৭টা ৪০ মিনিট ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
কেএইচ/এএএইচ