ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

আজও সারি সারি আসছে মানুষ, গন্তব্য খালেদা জিয়ার সমাধি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:১৭ পিএম, ০২ জানুয়ারি ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করতে নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের ঢল নেমেছে। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসছে মানুষ। কেউ আসছেন খালেদা জিয়ার কবর জিয়ারত করতে, কেউ আসছেন প্রিয় নেত্রীর কবর একনজর দেখতে।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে রাজধানীর শেরে বাংলানগরের জিয়া উদ্যানে এ দৃশ্য দেখা যায়। শুধু ঢাকা শহর নয়, দেশের বিভিন্ন জায়গা থেকেও বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ আসছেন জিয়া উদ্যানে।

চাঁদপুর থেকে এসেছেন মনিরুল সরকার। জাগো নিউজকে তিনি বলেন, খালেদা জিয়ার জানাজায় আসতে পারিনি। এ নিয়ে মনে একটা চাপা কষ্ট ছিল। তাই সময় পেয়েই আজ ছুটে এসেছি।

আজও সারি সারি আসছে মানুষ, গন্তব্য খালেদা জিয়ার সমাধি

আরও পড়ুন
সবার মুখে কথা একটাই, আল্লাহ তাদের জান্নাতবাসী করুন
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ধানমন্ডিতে দোয়া

ছুটির দিনে অনেকেই জিয়া উদ্যানে ঘুরতে আসেন। তারাও এক নজর সাবেক প্রধানমন্ত্রীর কবর না দেখে ফিরছেন না।

কথা হয় রুবিনা আক্তার নামের এক গৃহবধূর সঙ্গে। জাগো নিউজকে তিনি বলেন, বাচ্চাদের নিয়ে ঘুরতে এসেছিলাম। সাধারণত আমার আসা হয় না। কিন্তু ভাবলাম খালেদা জিয়ার কবরটাও জিয়ারত করে আসতে পারবো। সেজন্যই এসেছি। এত মানুষের ভালোবাসা তিনি পেলেন, সত্যিই অবিশ্বাস্য।

এমএইচএ/কেএসআর/এএসএম